আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
মাধবপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির মাধবপুর উপজেলার সকল সদস্যদের উপস্থিতিতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
সময় নেতারা জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনের সংস্থার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
এ সময়ে মাধবপুর উপজেলা প্রধান সমন্বয়কারী আছমা আক্তার চৌধুরী বলেন জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল আমার জন্য নতুন ভালোবাসা। নতুন ভালোবাসার জন্য সবার কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি জেলা জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মোহাম্মদ ফজল আলী মুক্তাদির হোসেন মনির,উপজেলা কমিটির সদস্য বাহার উদ্দিন সহ সর্বস্তরের নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ১১:০১ অপরাহ্ণ