স্পনসর ভিসায় লোক নিবে ইতালি, জানুন আবেদনের সময় কবে

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ । ৫:২৮ অপরাহ্ণ

সময় সিলেট টিভি

ইতালিতে ২০২৫ সালের জন্য শুরু হয়েছে স্পন্সর ভিসার কার্যক্রম। দালাল চক্রের কারণে কঠিন যাচাই-বাছাইয়ের কবলে বাংলাদেশিরা। এই পর্বে ১ লাখ ৮১ হাজার শ্রমিক আনবে ইতালি।

ইউরোপের দেশ ইতালিতে আসতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি নিঃস্ব হয়েছেন দালালের খপ্পরে পড়ে। ভুয়া ভিসার অনুমোদন পত্র, জাল আবেদনসহ বিভিন্ন অনিয়মের কারণে বিপুল সংখ্যক বাংলাদেশির ইতালির ভিসা স্থগিত করে পাসপোর্ট ফেরত দিচ্ছে ঢাকার ইতালীয় দূতাবাস।

এদিকে ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে। নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাবে আগাম ফরম পূরণ। আর এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।

কিন্তু কঠিন যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশি আবেদনকারীদের। এদিকে, দালালদের খপ্পর থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির কমিউনিটির নেতারা
 
ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, শতকরা ৯০ ভাগ বাংলাদেশি বার্ষিক আয়, মালিকের সঙ্গে চুক্তিসহ নতুন নিয়মের কারণে আগাম ফরম পূরণ করতে ব্যর্থ হচ্ছে।
২০২৩ সালে ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসার আইন অনুমোদন করে দেশটির সরকার। শেষ পর্বে ১ লাখ ৬৫ হাজার শ্রমিক নেবার কথা থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৪৫০ জনে।
মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন