সময় সিলেট টিভি :
মাধবপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে।শনিবার(১৮ জানুয়ারী) থানা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
পুলিশ জানায়, মোঃ শাহ আলম ও মোঃ কাজল নামের দুইজনের বিরুদ্ধে বন আইনে ২০২১ সালের একটি মামলায় আদালত কর্তৃক সাজা পরোয়ানা জারী ছিল।উভয়ই ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত হয়েছিলেন। গ্রেফতার এড়াতে আসামীরা পালিয়ে বেড়াচ্ছিলেন।
মোঃ শাহ আলম মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের মোঃ রইছ আলীর ছেলে।মোঃ কাজলের বাড়িও শাহপুর গ্রামে।কাজলের পিতার নাম মোঃ হোসেন আলী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।