হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল ক্যাম্প

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ । ১১:৩৯ অপরাহ্ণ
আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো হাইওয়ে ও ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ ক্যাম্প, শিল্পকারখানা মালিক – শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে বাস্তবে রূপ পেলো এই দুটি ক্যাম্প। একদিকে যানজট অপরদিকে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উৎকন্ঠায় থাকতেন এ এলাকায় মানুষ।

 

এনিয়ে তাদের দাবী ছিল পুলিশ ক্যাম্প স্হাপনের। একই ছাদের নিচে দৃষ্টি নন্দন এ ক্যাম্প প্রতিষ্টার উদ্যোগ নেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম।

 

সকাল ১১ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ( ইন্টিলিজেন্স) হারুন- উর-রশিদ হাযারী।

 

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মীর মোদ্দাছ্ছের হোসেন (অপারেশন্স-পূর্ব) , হবিগঞ্জে পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিমসহ সহানীয় শিল্প কারখানার কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ-রাজনৈতিক ও সমাজিক গণমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপস্থিত ছিলেন। এই ক্যাম্প দুটি স্থাপন হওয়াতে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে তারা স্বস্তি বোধ করেন।

 

মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন