সাতছড়ি জাতীয় উদ্যানের নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি দাবি

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ । ৯:৪৮ অপরাহ্ণ

সময় সিলেট টিভি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তর অঞ্চলের সংগঠক ও হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী, নাহিদ উদ্দিন তারেক।

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নাহিদ উদ্দিন তারেক, অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা কলেজের সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

আন্দোলনের কারণে তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হন।

নাহিদ উদ্দিন তারেক, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সাবেক মেম্বার দুলাল ভূঁইয়ার ছেলে।

তিনি ঢাকা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

তিনি চুনারুঘাট উপজেলার জন কল্যান কাজে নিজেকে নিয়োজিত রাখতে
, স্থানীয় উন্নয়নে উদ্যোগী ভূমিকা রেখে চুনারুঘাটে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) মাধ্যমে ১০টি সড়ক পাকা করনের কাজের অনুমোদন করান!

নাহিদ উদ্দিন তারেক বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানে প্রতিদিন অসংখ্য পর্যটক দেশ বিদেশ থেকে ভ্রমণে আসেন।

এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন হলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন