জাতির অগ্রযাত্রার অন্তরায় নেতৃত্বের কোন্দল—সংবাদ বিজ্ঞপ্তিতে গণশক্তি দল

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ১০:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঢাকা:

বাংলাদেশ গণশক্তি দল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের কোন্দল ও আদর্শচ্যুতি জাতির অগ্রযাত্রার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দলটি অভিযোগ করে বলেছে, দেশের দুটি রাজনৈতিক দল—জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ—অভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্বার্থকেন্দ্রিকতা ও আদর্শচ্যুতির কারণে জনগণের আস্থা হারাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি রাজনৈতিক দলের মূল শক্তি হলো তার আদর্শ, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং নৈতিক অবস্থান। কিন্তু যখন দলীয় নেতৃত্ব ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার লোভে নিমজ্জিত হয়, তখন সেই দল জনগণের মৌলিক সমস্যা সমাধান থেকে বিচ্যুত হয়। এর ফলে রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ গণশক্তি দল মনে করে, দেশের রাজনীতিকে সুস্থ, গণতান্ত্রিক ও মহৎ আদর্শের ভিত্তিতে পুনর্গঠন জরুরি। এজন্য দুর্নীতি, স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক রাজনীতি থেকে মুক্ত হতে হবে। দলটির মতে, রাজনীতি কখনোই ক্ষমতার জন্য নয়, বরং সাধারণ মানুষের বৃহত্তর পরিবর্তনের জন্য হওয়া উচিত।

বিজ্ঞপ্তিতে দেশের সব শুভবুদ্ধিসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিকদের আহ্বান জানানো হয়, ধ্বংসাত্মক রাজনীতি প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন