মাধবপুরে নির্বাচনী বিলবোর্ড ভাঙ্গায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:২৯ পূর্বাহ্ণ

সময় সিলেট টিভি

হবিগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা এডভোকেট আমিনুল ইসলামের প্রচারের সাইনবোর্ড ও ব্যানার ভাঙ্গার ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তার কর্মী-সমর্থকদের মধ্যে।এডভোকেট আমিনুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী কেন্দ্রীয় ফোরামের সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য।

গত সোমবার (১৮ অগাস্ট) তার নির্বাচনী এলাকার মাধবপুরের বহরা ইউপির সামনের তার একটি প্রচারণার বিলবোর্ড ভাঙচুর হওয়ার ঘটনা ঘটেছে।এছাড়াও উপজেলার কয়েকটি জায়গায় তার আরো কিছু সাইনবোর্ড ভাঙচুরের খবর পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়,তারেক রহমানের ৩১ দফা সম্বলিত এডভোকেট আমিনুল ইসলামের ছবিসহ একটি বড় ব্যানার ভাঙচুর অবস্থায় দেখা গেছে।ব্যানারটি ভাঙচুর করায় পরিত্যক্ত অবস্থায় আজ মঙ্গলবার পর্যন্ত পড়ে আছে।বহরা ইউনিয়ন পরিষদের কর্মীদের জিজ্ঞেস করা হলে তারা কিছু জানে না বলে স্বীকারোক্তি দেন ।

এ ঘটনায় আমিনুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট সাইফুল ইসলাম Saiful Islam Saif জানান,এই ধরনের কাজ কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না।সমাজের যে দুষ্টু শ্রেণীর লোকজন ধরনের অপরাজনীতি করে তাদেরকে সকলেই বয়কট করা উচিত।

যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি মোঃ শহীদুল্লাহ জানান,এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তারপরেও বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন