চরম আর্থিক সংকটের মাধবপুর পৌরসভা, অফিসার্স ক্লাবে অর্থ বরাদ্দ

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:০১ অপরাহ্ণ

সময় সিলেট টিভি :

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা বর্তমানে চরম আর্থিক সংকটে জর্জরিত। কর্মকর্তা ও কর্মচারীদের কয়েক কোটি টাকার বেতন-ভাতা মাসের পর মাস বকেয়া পড়ে আছে। এর মধ্যেই সম্প্রতি পৌর তহবিলের টিআর ফান্ড থেকে দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উপজেলা অফিসার্স ক্লাবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে এবং জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—জনগণের ট্যাক্সের অর্থ কি এভাবেই খরচ হওয়ার কথা?

বর্তমানে মাধবপুর পৌরসভায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম। আবার তিনি উপজেলা অফিসার্স ক্লাবেরও সভাপতি।

অভিযোগ উঠেছে, প্রশাসকের দায়িত্বে থেকে পৌর তহবিল থেকে নিজের সংগঠনকে অর্থ বরাদ্দ দিয়েছেন তিনি। অন্যদিকে পৌরসভার সদস্যদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা হওয়ায় তাদের কার্যক্রমে কোনো বাহ্যিক জবাবদিহিতা নেই বলেও অভিযোগ রয়েছে।

অর্থ বরাদ্দ ছাড়াও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি পরিত্যক্ত ভবনের কক্ষ সংস্কার করে সেখানে অফিসার্স ক্লাবের কার্যক্রম চালানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনুমতি ছাড়া শিক্ষা ভবন ব্যবহার কতটা বৈধ—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অনেকেই।

হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, এভাবে শিক্ষা ভবন অনুমোদন ছাড়া ব্যবহার বা সংস্কারের বিষয়ে তার জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে অধিদপ্তরের অনুমতি নেওয়া প্রয়োজন।

মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন