
আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বাহুবলবাসী। নিজ এলাকায় গ্যাসের অধিকার থেকে বঞ্চিত এই জনগণ এখন ন্যায্য দাবিতে ফুঁসে উঠেছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে বাহুবল সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে তোফায়েল আহমেদ সভাপতিত্বে ও শাওন আহমেদের সঞ্চালনায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। “বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগ চাই” স্লোগানে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় জুলাই যুদ্ধা হাফেজ মোহাম্মদ আলি বলেন, প্রয়োজনে জাতীয় গ্রিডে গ্যাসের পরিবর্তে বাহুবলের লক্ষ্য যুবকের রক্ত যুক্ত হবে তবুও বাহুবলবাসিকে গ্যাস না দিয়ে জাতীয় গ্রিডে রশিদপুরের গ্যাস যুক্ত হতে দেব না।
জুলাই যুদ্ধা নবির হুসেন হৃদয় বলেন, প্রয়োজনে ৫ আগষ্টের ন্যায় বুক পেতে দিব তবুও আপোষ করবো না।
জুলাই আন্দোলনের অন্যতম যুদ্ধা হাফেজ বজলুর রহমান বলেন, রশিদপুরে উত্তোলিত গ্যাস থেকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস বাহুবালবাসিকে দিতে হবে। অন্যথায় বাহুবলবাসি নিজের গ্যাসের অধিকারের জন্য সমুদ্র পরিমাণ রক্ত দিবে রাজপথে।
বক্তারা বলেন, “রশিদপুরের গ্যাস দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়, অথচ রশিদপুরবাসীর ঘরে এখনো চুলা জ্বলে না—এ এক তীব্র অবিচার।” তারা আরও বলেন, বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাহুবলবাসীর ন্যায্য দাবিকে অবহেলা না করে দ্রুত গৃহস্থালী গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে সতর্ক করেন তারা।
মানববন্ধন শেষে উপস্থিত জনতা এক কণ্ঠে বলেন—“আমাদের গ্যাস, আমাদের অধিকার—বাহুবলবাসী আর বঞ্চিত নয়!”