ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান-আহমেদ আব্দুল কাদের

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ১১:৩১ অপরাহ্ণ

আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক

বিভেদ নয়, ঐক্য—কল্যাণমূলক রাষ্ট্র’-এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলার সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী, শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, মাধবপুর উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফাইজুল ইসলাম, ফিরুজুল ইসলাম চৌধুরী ও প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান।

সভা পরিচালনা করেন মাধবপুর পৌর শাখার সেক্রেটারি মো. শাহীন মিয়া।

ড. আহমদ আব্দুল কাদের তাঁর বক্তৃতায় বলেন, বাংলার মাটিতে অবশ্যই পতিত স্বৈরাচারী সরকার ও তাদের দোসরদের বিচার হবে। এদেশে আর যাতে নতুন কোনো স্বৈরাচারের জন্ম না হয়—এর জন্য খেলাফত মজলিস কাজ করে যাবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খেলাফত সর্বশক্তি নিয়োগ করবে।

সভায় দলের একতা, স্থানীয় নেতৃত্বের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।আয়োজকরা জানান, প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে দলীয় আদর্শ, সংগঠন শক্তিশালীকরণ এবং ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন