সময় সিলেট টিভি :
হবিগঞ্জের মাধবপুরে ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই ব্যক্তিকে ২ দিনের ।বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
মঙ্গলবার ১৪ ই নভেম্বর উপজেলার বাঘাসূরা ইউনিয়নের কালিকাপুর গ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান জিসান এবং সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তত্ত্ব মতে অভিযান পরিচালনা করে তাদেরকে উভয় দণ্ডে দন্ডিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলী জমি থেকে নির্বিচারে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। দন্ডিতরা হলো : বাঘাসূর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের লিচু মিয়ার পুত্র শিবলু মিয়া (৪২), অপর ব্যক্তিরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হৃদয় (৩৪) এবং কল্টু মিয়া।
এ সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন। পরে আটকৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।