হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক ড: মোঃ ফরিদুর রহমান

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ । ৪:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥

দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. মো. ফরিদুর রহমানকে।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে বিষয়টি জানা যায়। ফরিদুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব থেকে বদলি হয়ে হবিগঞ্জ আসছেন। এর আগে গত ২০ আগস্ট হবিগঞ্জের ডিসি মোছা. জিলুফা সুলতানাকে প্রত্যাহার করা হয়।

হবিগঞ্জের পাশাপাশি ঢাকা, সিলেট, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মান্নান সুপার মার্কেট (৩য় তলা), আম্বরখানা, সিলেট, ই-মেইল : info@somoysylhettv.com কপিরাইট © সময় সিলেট টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন