ঢাকা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

ঢাকা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত এএসআই গোলাম কিবরিয়া

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২:২৬ অপরাহ্ণ

হৃদয় এস এম শাহ্-আলম

নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মানিক মিটিং (২১ নভেম্বর ২৪) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।পরে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়ার হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান।

তিনি জানান যে,আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ অবদান রাখায়, এএসআই মো: গোলাম কিবরিয়া কে
পুরস্কৃত করা হয়।

স্হানীয় গণমাধ্যম কর্মী সাংবাদিক হৃদয় এস এম শাহ্-আলম জানান যে,
এএসআই মো: গোলাম কিবরিয়া তিনি কাশিমনগর পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে,তাহার এ নিরলস প্রচেষ্টা এবং সাহসিকতার জন্য তিনি এলাকার বাসীর কাছে ও প্রশংসিত হয়েছেন।

আরো বলেন যে,এই অর্জন শুধুমাত্র এএসআই মো: গোলাম কিবরিয়ার ব্যক্তিগত সাফল্য নয় বরং কাশিমনগর পুলিশ ফাঁড়ি এবং পুরো হবিগঞ্জ জেলার জন্য গৌরব অর্জন করেছেন।