ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ইসলাম শিক্ষা বইয়ের মলাটে দুর্গার ছবি, দায় কার

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৬:৫৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি :

পহেলা জানুয়ারি সারা দেশে বই উৎসব করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণের একদিন পর জানা যায় সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ফেরত নেওয়া হচ্ছে।

বইয়ের প্রথম মলাটে পবিত্র কোরআন শরীফের ছবি এবং শেষ মলাটে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমার ছবি রাখা হয়েছে। এটা নিয়ে জেলা জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে কেন বই ফেরত নেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না শিক্ষকরা। তারা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বইগুলো ফেরত নিতে বলছেন।

এ জন্য শিক্ষার্থীর কাছ থেকে আমরা বইগুলো ফেরত নিচ্ছি। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম সময় সিলেট টিভিকে বলেন, ‘সাতক্ষীরায় ৫৫টি বইয়ে এই ভুলটি হয়েছে।

বইগুলো ফেরত নেওয়া হচ্ছে। এটা ভুলবশত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বইগুলো সংশোধন করা হবে। তিনি আরও বলেন, নির্বাচনের পরে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে প্রশাসন।