ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪
সময় সিলেট টিভি :
হবিগঞ্জের মাধবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর সকালে উপজেলা কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে এম. ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প:প ও কর্মকর্তা ইশতিয়াক মামুন, কৃষি অফিসার আল মামুন হাসান, ক্রীড়া ব্যক্তিত্ব সুকুমল রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মাধবপুর মডেল প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়।
এতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ, মুক্তিযোদ্ধা জারু মিয়া সহ সুশীল সমাজের প্রতিনিধিগ।
এই বিশেষ দিনে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আজ সন্ধ্যায় শহীদ মিনারে দীপশিখা প্রজ্জলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে।
আপনার মতামত লিখুন :