ঢাকা রবিবার ৬ অক্টোবর, ২০২৪
সময় সিলেট টিভি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
একটি অংশগ্রহণমূলক ও সুশৃংখল প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন মাধবপুর চুনারুঘাটের সব শ্রেণী পেশার মানুষের আস্থা অর্জন করে স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোটের বিপ্লব ঘটিয়েছেন।
ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিজয় কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। প্রতিক্রিয়া জানতে চাইলে কৃষক লীগ নেতা ইবনে রফিক মিয়া জানান, ভালোবাসার দামে এ বিজয় কিনে এনেছি। তাই এর মূল্য অনেক বেশি।
এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।
আপনার মতামত লিখুন :