ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মাধবপুরে নবাগত (ইউএনও) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৬:০৭ পিএম

সময় সিলেট টিভি :

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম ফয়সাল মতবিনিময় করেছেন।

১২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের লোকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল মাধবপুর উপজেলা কে ঢেলে সাজানের লক্ষ্যে উপস্থিত সভার সহযোগিতা কামনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এ সময় মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়, যুগ্ম সম্পাদক মোঃ মাথূ মিয়া, মাধবপুর প্রেসক্লাব এর সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, আলমগীর কবির, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।