ঢাকা মঙ্গলবার ১ জুলাই, ২০২৫
এনসিপির সদস্য মোঃ মামুন মিয়ার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আছমা আক্তার চৌধুরী।
শুরুতেই নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব, কুশল বিনিময় ও জুলাই আগস্ট এর শহীদদের ও আহতদের যথাযথ সম্মান ও রোগ মুক্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়। তন্মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। উপজেলা সমন্বয় কমিটি দ্রুততম সময়ে প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করে এবং দ্রুত সিদ্ধান্ত নেয় সে বিষয়ে দাবি উত্থাপন করা হয়।
সবশেষে জুলাই আন্দোলনের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত চিকিৎসা ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :