ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

মাধবপুরে বাসায় পালন করা শালিক পাখি উদ্ধার

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ

আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের এক প্রভাবশালী পরিবারের বাড়ি থেকে একটি বন্যপ্রাণী শালিক পাখি উদ্ধার করেছে হবিগঞ্জের প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ অধিদপ্তর।

শনিবার (৫ অক্টোবর) বিকালে হবিগঞ্জ বন্যপ্রাণীর রেঞ্জ অফিসার মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শালিক পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. সালেক মিয়ার ছেলে মো. শাইখ মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্যপ্রাণী শালিক পাখিটি পোষ মানিয়ে পালন করে আসছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন  হবিগঞ্জ প্রকৃতি ও বন্যপ্রাণী সোসাইটির আহবায়ক আজিজুর রহমান জয় জানান, বন্যেরা বনে সুন্দর শিশু মায়ের কোলে। বনের পাখিকে ঘরে আবদ্ধ করে রেখে পালনের কোন সুযোগ নাই।

রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অবৈধভাবে বন্যপ্রাণী পালন দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত শালিক পাখিটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী অধিদপ্তরের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।