ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
সময় সিলেট ডেস্ক;
হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক ফোরকান উদ্দিন রোমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, সাংবাদিক ফোরকান উদ্দিন রোমান দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক অনিয়ম, মাদকবিরোধী কার্যক্রম ও চুরি-ছিনতাই সংক্রান্ত সংবাদ প্রকাশ করে আসছেন। প্রায় চার মাস আগে তিনি আসামি আসাদ মিয়ার মাদকবিরোধী ও চুরির একটি সংবাদ প্রকাশ করেন। ওই ঘটনার জের ধরে ৭ অক্টোবর ২০২৫ইং সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে সাংবাদিক ফোরকান উদ্দিন রোমান তার খালাম্মাকে দেখতে গেলে পূর্ব-পরিকল্পিতভাবে বিবাদী আসাদ মিয়া ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়।
হামলার শিকার সাংবাদিক ৯৯৯-এ ফোন দিলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং ঘটনার সত্যতা পায়। পরে সাংবাদিক ফোরকান উদ্দিন রোমান থানায় লিখিতভাবে জিডি দায়ের করেন।
এ ঘটনায় তিনি উল্লেখ করেন, নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয় বলেন হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির দর্পণ তাদেরকে নির্যাতন করে সত্যিকারের আগামীর নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়।
তিনি আরও বলেন, “আমি সত্য ও ন্যায়ের পক্ষে লিখে যাচ্ছি। এরই কারণে আমার ওপর এ হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :