ঢাকা রবিবার ৬ অক্টোবর, ২০২৪
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।
কন্যা দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য সকল প্রকার বৈষম্য, অত্যাচার, ধর্ষণ, বাল্যবিবাহ, যৌতুক নানা হয়রানের শিকার কন্যা শিশুরা। বৈষম্যের অবসান ঘটিয়ে কন্যা শিশুদের জন্য একটি সমতার বিশ্ব গড়ে তুলতে বক্তারা মতামত ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। কাটিযারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এছাড়া আগামী দিনে যাতে কন্যা শিশুরা সর্বপ্রকার বৈষম্য থেকে মুক্তি পায় এ বিষয়ে মাধবপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মাধবপুর মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ এগিয়ে আসবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :