সময় সিলেট টিভি :
হবিগঞ্জে নানা আয়োজনে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সাহিত্য অঙ্গনের অন্যতম কালো জয়ী পুরুষ হবিগঞ্জের কৃতি সন্তান তরফদার মোঃ ইসমাইলের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
অবদান : গবেষনামূলক গ্রন্থ ‘হবিগঞ্জের মরমী সাধক’, ‘ভাষা আন্দোলনে হবিগঞ্জ’ এবং ‘সুফী দার্শনিক কবি শেখ ভানু’সহ বিভিন্ন মূল্যবান গ্রন্থের প্রনেতা হবিগঞ্জের সাহিত্য অঙ্গনের প্রিয় পুরুষ তরফদার মোঃ ইসমাইলের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
ইহকাল ত্যাগের সময়কাল : ২০১৩ সালের ৩ ডিসেম্বর তিনি ইহকাল ত্যাগ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরকালীন আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছোট ভাই, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু এবং ছেলে মোঃ ইফতেখার তরফদার তারেক।
হবিগঞ্জের একজন সাহিত্য প্রেমিকের এক বরাত থেকে জানা যায়, গবেষণামূলক গ্রন্থ মরমী সাধক ও ভাষা আন্দোলনে হবিগঞ্জ’ “সুফি দার্শনিক শেখ ভানু সহ বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন।
তিনি আরো বলেন, বিনয়, ভদ্রতা, পরস্পরের প্রতি অকৃত্রিম মমত্ববোধ ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য, সদা সর্বদা হাস্যোজ্জ্বল এই মানুষটিকে হবিগঞ্জবাসী তথা দেশবাসী অন্তরের অন্তস্থল ও স্মৃতির মনিকোঠায় আমৃত্যু বেঁচে থাকবেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো মাসব্যাপী মরহুম রচিত সকল বই বিশেষ ছাড়ে পাওয়া যাবে রাজনগর রোডস্থ বইপত্র লাইব্রেরিতে।
আপনার মতামত লিখুন :