ঢাকা বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

মাধবপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

সময় সিলেট টিভি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিকেলে মাধবপুর পৌর শাখার যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,শ্রমিকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে মিছিলটি শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে দীর্ঘ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসয় তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা শ্লোগান দেন।

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদল শ্রমিকদলের নেতাকর্মীরা।

পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মোর্শেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া,সাবেক ছাত্রনেতা সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনির পাঠান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লিটন পাঠান, শ্রমিক নেতা কাসেম মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ,রাজ আহমেদ, ইমন খান, মাহবুব, আশরাফুল ইসলাম শাকিল সহ চার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।