ঢাকা শনিবার ৩০ আগস্ট, ২০২৫
উপজেলা এনসিপি সদস্যদের অভিযোগ, সরকারিভাবে বিশেষ করে ইউএনওর কর্মসূচিসমুহে অন্যান্য রাজনৈতিক দলকে জানানো কিংবা দাওয়াত দেয়া হলেও তাদের জানানো কিংবা দাওয়াত দেয়া হয় না।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাধবপুর উপজেলার যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান জানান,বর্তমানে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল ও স্বৈরাচারের রিরুদ্ধে লড়াকু এনসিপির সদস্যদের উপজেলার কোন প্রোগ্রামে আমন্ত্রণ না দেয়া বড় ষড়যন্ত্রের অংশ।শুধু আজকের জুলাই শহীদ দিবসেই নয়,আমাদেরকে উপজেলার কোন কর্মসূচিতেই ডাকা হচ্ছে না।
মাধবপুর উপজেলার এনসিপি কমিটির প্রধান সমন্বয়কারী ও জেলা কমিটির সদস্য আছমা আক্তার চৌধুরী জানান গত ২০ জুন-২৫ ইং সনে জাতীয় নাগরিক পার্টি(এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিক আলম স্বাক্ষরিত মাধবপুর উপজেলা এনসিপির ২১ সদস্যের কমিটি অনুমোদন করেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসিকে) অবগত করা হলেও বিষয়টি ওনারা আমলে নিচ্ছেন না।আমাদেরকে আমন্ত্রণ না জানানো কিসের লক্ষণ তা আমরা জানিনা। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতনাও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এই ব্যাপারে জানতে মাধবপুরের (ইউএনও) জাহিদ বিন কাসেমকে একাধিক ফোন ও মেসেজ দেয়া হলেও ফোন রিসিভ হয়নি।হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়া হলেও কোন উত্তর আসেনি।
আপনার মতামত লিখুন :