ঢাকা মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নিরাপত্তার নীরব প্রহরী: পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের মানবিক নেতৃত্ব

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ণ

সময় সিলেট টিভি :

ঢাকা-সিলেট মহাসড়ক দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রাণরেখা। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে, পণ্য পরিবহন চলে অবিরাম, আর এই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে দাঁড়িয়ে থাকেন একজন সৎ, বিনয়ী অথচ দৃঢ়প্রতিজ্ঞ মানুষ-হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের ট্রানজিট পয়েন্টে সম্প্রতি তাঁর উপস্থিতি শুধু আনুষ্ঠানিক কোনো পরিদর্শন ছিল না; এটি ছিল দায়িত্বশীল নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি স্থানীয় প্রশাসন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, সাংবাদিক নূরুল ইসলাম, শ্রমিক নেতা জাহাঙ্গীর খানসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তাঁর আলাপ-আলোচনা শুধু যানজট নিরসনের কৌশল নিয়েই সীমাবদ্ধ থাকেনি; তিনি দুর্ঘটনারোধে কার্যকর পরিকল্পনা এবং সচেতনতা বৃদ্ধির দিকেও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

কিন্তু এখানেই শেষ নয়। একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি যে একজন গভীর মানবিক হৃদয়ের মানুষ, তার প্রমাণ দিয়েছেন শেরপুর হাইওয়ে থানায় একটি জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে। মসজিদ নির্মাণে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন, যা প্রমাণ করে তিনি কেবল সড়কের নিরাপত্তাই নয়, সমাজের ধর্মীয় ও নৈতিক উন্নয়নের প্রতিও সমানভাবে যত্নশীল।

মহাসড়কে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। যে কোনো দুর্ঘটনা বা সংকট মুহূর্তে তাঁর নেতৃত্বে হাইওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তাঁর বিনয়ী স্বভাব ও সহজ-সরল ব্যবহার মানুষের আস্থা অর্জন করেছে। তিনি নেতৃত্ব দেন কর্তৃত্ব দিয়ে নয়, বরং ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে।

আজ যখন দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে, তখন মোঃ রেজাউল করিমের মতো একজন নেতৃত্বশীল, মানবিক এবং আন্তরিক পুলিশ কর্মকর্তার কাজ আমাদের আশার আলো দেখায়। এমন মানুষদের কারণে সমাজে এখনো বিশ্বাস করার জায়গা আছে, এখনো মানুষ প্রশাসনের কাছ থেকে সেবার উদাহরণ খুঁজে পায়।

সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশের এই পুলিশ সুপার শুধু একজন কর্মকর্তা নন, তিনি মানুষের নিরাপত্তার নীরব প্রহরী। তাঁর বিনয়, দায়িত্ববোধ ও মানবিকতা আমাদের সবার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাক।