ঢাকা মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ওলিপুর হাইওয়ে পুলিশের সাফল্য, ১৫ লক্ষ টাকার জিরা সহ আটক ২

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

সময় সিলেট টিভি :

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোষ্টে হঠাৎই ধরা পড়লো অবৈধভাবে আনা ৩০০০ কেজি ভারতীয় জিরা। সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

ঢাকা মুখী ট্রাক (ঢাকা মেট্রো- ট )১২০ RR2 সিগনাল দিয়ে থামিয়ে ট্রাক চালক শাহ পরানের কাছ থেকে পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সন্দেহজনক আচরণে ট্রাক তল্লাশি করে বেরিয়ে আসে চমকে দেওয়ার মত তথ্য ১০০ বস্তায় মোট ৩০০০ কেজি ভারতীয় জিরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

জানতে চাওয়া হলে ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিয়মিত চেকপোষ্টে দায়িত্ব পালনকালে আমাদের সন্দেহ হলে প্রতিটি গাড়ি তল্লাশি করি। আজকের এই অভিযানে অবৈধ জিরার বিশাল চালান জব্দ করা সম্ভব হয়েছে।

ট্রাক চালক শাহ পরানসহ সংশ্লিষ্ট ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। ট্রাক ও জব্দকৃত জিরা থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচার হওয়ার অভিযোগ থাকলেও এবার হাইওয়ে পুলিশের সজাগ ভূমিকায় একটি বড় ধরনের চালান ধরা পড়লো।

বিষয়টি নিশ্চিত করেন, হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম রেজাউল করিম। তিনি বলেন মহাসড়কে সর্বসাধারণের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।