ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
গেমটিতে বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া সংস্থা,কারাতে ক্লাব অংশগ্রহণ করবে । বিদেশি দল হিসেবে অংশগ্রহণ করবে আমেরিকা, জাপান, আর্জেন্টিনা, সিরিয়া, মায়ানমার, নেপাল, ভারত, শ্রীলংকা।
হবিগঞ্জ জেলা কারাতে দলের ২১ সদস্য বিশিষ্ট টিম গেমটিতে অংশগ্রহণ করার জন্য আগামীকাল সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
হবিগঞ্জ জেলা দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন সেন্সি ফজলুল করিম কোচ হবিগঞ্জ জেলা কারাতে দল ও হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি,টিম ম্যানাজার হিসেবে উপস্থিত থাকবেন নাজনীন জাহান হবিগঞ্জ জেলা কারাতে দলের প্লেয়াররা হল বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী সামিহা তাসনিম,শাইমা জাহান মিরা,আরশিয়া আমিরা,আতকিয়া তালুকদার,নন্দিনী দাস ইকা, শ্যামা বনিক, বর্ণ বনিক,সারিয়া রহমান, মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী নিগম বিশ্বাস।
হবিগঞ্জ জেলা দলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক নিবারণ চন্দ্র বিশ্বাস,হবিগঞ্জ জেলা কারাতে দলের কোচ ফজলুল করিম বলেন, হবিগঞ্জ জেলা কারাতে দল ২৬ তম ২৮ তম ও ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিমধ্যে সাফল্য অর্জন করেছে, বিদেশের মাটিতে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, ওমান, জাপানসহ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও হবিগঞ্জ জেলা দল সাফল্য অর্জন করেছে, এস কে আই এফ এর এই গেম শেষে জাপানে কারাতে গেমসে অংশগ্রহণ করার জন্য হবিগঞ্জ জেলা কারাতে দল প্রস্তুতি নিচ্ছে।
আপনার মতামত লিখুন :