ঢাকা সোমবার ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ১৩ অক্টোবর, ২০২৫

প্রেসক্লাব নির্বাচনে নিজের ভোট না দিয়েও জয়ের রেকর্ড গডলেন সাংবাদিক

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ

সময় সিলেট টিভি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেস ক্লাব নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক নাহিদ মিয়া। রাজনৈতিক কারণে তিনি নিজ ভোট দিতে না পারলেও সহকর্মীদের সমর্থনে সহজে জয়ী হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৫ জন ভোটারের মধ্যে ১৫ জনই ভোট প্রদান করেন। এতে নাহিদ মিয়া ৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিংকু দেবনাথ পান ৭ ভোট।

সাংবাদিক নাহিদ মিয়া বেসরকারি চ্যানেল এ ওয়ান এবং দৈনিক তরফ বার্তা পত্রিকার মাধবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান এবং অন্যান্য পদে প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে মাধবপুরের সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও রাজনৈতিক চাপ ও ভয়ের কারণে নাহিদ মিয়া কেন্দ্রে যেতে পারেননি বলে জানা গেছে।