ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা কারাতে দলের স্বর্ণপদক অর্জন

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ

আজিজুর রহমান জয়: বিশেষ প্রতিবেদক

আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা কারাতে দলের স্বর্ণপদক অর্জন।

এস কে আই এফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা গত ১৮ই সেপ্টেম্বর হতে ২১সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে
বাংলাদেশের প্রতিটি জেলা কারাতে দল সহ অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন কারাতে ক্লাবসমূহ।

বিদেশি দল হিসেবে অংশ গ্রহণ করে জাপান, আমিরিকা,কম্বোডিয়া,,নেপাল, সিরিয়া,আর্জেন্টিনা, ইন্ডিয়া।
টুর্নামেন্টিতে সর্বমোট চৌদ্দশত কারাতেকা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

টুর্নামেন্টটিতে হবিগঞ্জ জেলা কারাতে দলের আটজন খেলোয়ার কাতা ও কুমিতেতে (ফাইটে) অংশগ্রহণ করে পাঁচটি গোল্ড মেডেল, চারটি সিলভার, সাতটি ব্রোঞ্জ সর্ব মোট ১৬ টি পদক অর্জন করে রেকর্ড গড়ে।

গেমটিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি ও জেলা কারাতে দলের কোচ সেন্সি ফজলুল করিম সহকারী হিসেবে ছিলেন নিবারণ চন্দ্র বিশ্বাস, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন নাজনীন জাহান।

হবিগঞ্জের পদক প্রাপ্তরা হল হবিগঞ্জ জেলা কারাতে একাডেমিতে অনুশীলনকারী বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্রী (১)শ্যামা বনিক কুমিতে (ফাইটে) গোল্ড মেডেল, কাতায় সিলভার। (২)শাইমা জাহান মিরা, কুমিতে (ফাইটে) গোল্ড মেডেল, কাতায় ব্রোঞ্জ (৩)আরসিয়া আমিরা (মান্নাত) কুমিতে (ফাইটে) গোল্ড মেডেল, কাতায় ব্রোঞ্জ। (৪) বর্ণ বণিক, কুমিতে (ফাইটে) গোল্ড মেডেল কাতায় ব্রোঞ্জ। মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলের ছাত্র (৫)নিগম বিশ্বাস, কুমিতে ফাইটে গোল্ড মেডেল কাতায় ব্রোঞ্জ পদক অর্জন করে।

(৬)সামিহা তাসনিম কুমিতে(ফাইটে) সিলভার, কাতায় ব্রোঞ্জ। (৭)নন্দিনী দাস ইকা, কুমিতে (ফাইটে) সিলভার, কাতায় ব্রোঞ্জ। (৮)আতকিয়া তালুকদার কুমিতে (ফাইটে) ব্রোঞ্জ, কাতায় সিলভার পদক অর্জন করে।

হবিগঞ্জ জেলার কারাতের জনক, আন্তর্জাতিক কারাতে রেফারি, জেলা কারাতে দলের কোচ সেন্সি ফজলুল করিম বলেন হবিগঞ্জ জেলা কারাতে দল ২৬ তম, ২৮ তম, ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও সাফল্য অর্জন করে, শুধু বাংলাদেশে নয় ইতিপূর্বে, ইন্ডিয়ায়,ওমান, চীন, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, জাপানসহ বিভিন্ন দেশে হবিগঞ্জ জেলা কারাতে দল অংশগ্রহণ করে সফলতা অর্জন আসছে,
হবিগঞ্জ জেলা কারাতে দল জাপানের আমন্ত্রণে আবারো জাপান যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
কোচ ফজলুল করিম আরো বলেল হবিগঞ্জে ইনডোর ও পর্যাপ্ত ইকুইপমেন্টের অভাবে ভুগছে জেলা কারাতে দল। সেন্সি ফজলুল করিম জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থাকে জেলা কারাতে দলের প্রতি সুদৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।