ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ

আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিল আলম।
সভাপতিত্ব করেন  নাহিদ উদ্দিন তারেক, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, হবিগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের  প্রীতম দাশ, যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় তত্ত্বাবধায়ক, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন উপজেলার সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে মাধবপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও জেলা কমিটির সদস্য আছমা আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা বদ্ধপরিকর।”

সমন্বয় সভায় হবিগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।