ঢাকা বুধবার ১২ নভেম্বর, ২০২৫

ঢাকা বুধবার ১২ নভেম্বর, ২০২৫

মাধবপুরে সাংবাদিক সমাজে বিভাজন, প্রশাসনের আচরণে ক্ষোভ

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ

সময় সিলেট টিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাংবাদিক সমাজে দেখা দিয়েছে তীব্র বিভাজন। স্থানীয় সাংবাদিকরা বলছেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও আমন্ত্রণে পক্ষপাতমূলক আচরণের শিকার হচ্ছেন তাঁরা।

আরটিভি, কালবেলা, এশিয়ান টেলিভিশন, দৈনিক স্বাধীন সংবাদ, হবিগঞ্জের জননী, তরফ বার্তা, হবিগঞ্জের বাণী, আমার সকাল, তৃতীয় মাত্রা—সহ একাধিক গণমাধ্যমের প্রতিনিধি বর্তমানে মাধবপুর মডেল প্রেস ক্লাবের সদস্য হিসেবে কাজ করছেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সংগঠনে কোনো জুলাই মামলার আসামি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সদস্য নেই। অভিযোগ রয়েছে জুলাই মামলার আসামি উপজেলা প্রশাসনের সভায় দাওয়াত পায়। অন্যরা কেন পায় না।তারা সবসময় পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন।

তবুও অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের সরকারি অনুষ্ঠানগুলোতে “অদৃশ্য নিষেধাজ্ঞা” আরোপ করা হয়েছে মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের ওপর। তাদের নাম আমন্ত্রণপত্রে অন্তর্ভুক্ত করা হয় না এবং অনুষ্ঠান কাভার করার সুযোগ থেকেও অনেক সময় বঞ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে ক্লাবের সদস্যরা প্রশ্ন তুলেছেন—

“এ কি সাংবাদিকতার প্রতি অবজ্ঞা, নাকি কোনো গোপন বিবাদের বহিঃপ্রকাশ?”

তাঁরা প্রশাসনের কাছে এ ঘটনার ন্যায়সঙ্গত ব্যাখ্যা ও ন্যায়বিচার দাবি করেছেন।