ঢাকা বুধবার ১২ নভেম্বর, ২০২৫

ঢাকা বুধবার ১২ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাওয়ায় কেক কেটে সংহতি প্রকাশ

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক

মাধবপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির মাধবপুর উপজেলার সকল সদস্যদের উপস্থিতিতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

সময় নেতারা জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনের সংস্থার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করণীয় শীর্ষক আলোচনা করা হয়।

এ সময়ে মাধবপুর উপজেলা প্রধান সমন্বয়কারী আছমা আক্তার চৌধুরী বলেন জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল আমার জন্য নতুন ভালোবাসা। নতুন ভালোবাসার জন্য সবার কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি জেলা জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মোহাম্মদ ফজল আলী মুক্তাদির হোসেন মনির,উপজেলা কমিটির সদস্য বাহার উদ্দিন সহ সর্বস্তরের নেতাকর্মীরা।