ঢাকা রবিবার ৬ অক্টোবর, ২০২৪
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও বহনকারী একটি সিএনজিসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের নির্দেশনায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুনে’র সুযোগ্য নেতৃত্বে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দ্বীন মোহাম্মদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
মাধবপুর মনতলা পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন টিএমএসএস (এনজিও) মাধবপুর দ্বিতীয় শাখার সামনের পাকা রাস্তার উপর চেকপোস্টের অভিযানে চালিয়ে ভারতীয় ৬০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি সিএনজিসহ দুই মাদক পাচারকারী নারীকে আটক করেছে পুলিশ।
মাদক পাচারকারীরা বরাবরই মাদক পাচারে বিভিন্ন কৌশল ও পন্থা অবলম্বন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করার সুযোগ খুঁজতে থাকে। ধারণা করা হচ্ছে চালানটি এযাবৎকালের সবচেয়ে বড় চালান এর একটি অংশ।
জানা যায়, আটককৃত সার বানু (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পতন ইউনিয়নের স্বামী মৃত বাচ্চু মিয়ার স্ত্রী, অপর নারী বিষ্ণুপুর ইউনিয়নের সত্তরপুর গ্রামের জহর মিয়ার স্ত্রী হেলেনা আক্তার (৪০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত দুই নারী আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রযু করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :