ঢাকা মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪
মাধবপুর থানার এক প্রেস ব্লিফিংয়ে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মতে এএসআই (নি:) মোহাম্মদ দেলোয়ার হোসেন সঙ্গে সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ মাধবপুর থানাধীন ধর্মগড় ইউনিয়ন আমোদপুর সাকিবের জনৈক আহসান আলী (বুদাই) বাড়ির সামনে ধর্মঘর হরষপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামের কাছ থেকে ২ দুই শত পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকৃত আসামি মাধবপুর উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ লিয়াকত আলীর পুত্র মোঃ আল আমিন (২২) বলে পুলিশ সূত্রে জানা যায়।
এদিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রজু করা হয়েছে। মাধবপুর থানায় মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :