ঢাকা বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

ঢাকা বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

মাধবপুরে ক্ষুদে গণিতবিদ উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:৫৬ পিএম

সময় সিলেট টিভি:

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ক্লাস্টারে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের হাতে তৈরি গণিত বিষয়ক শিক্ষা উপকরণ প্রদর্শনী ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের পরিকল্পনায় ও সার্বিক দিকনির্দেশনায় গতকাল সোমবার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়।

শিশুদের গণিতভীতি দূরীকরণের লক্ষ্যে, অভিভাবকগণকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিখন শেখানো কার্যক্রমে সম্পৃক্তকরণ, গণিত বিষয়ের পাঠ উপস্থাপনকে সহজবোধ্য ও চিত্তাকর্ষক করার জন্য ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেলায় বিদ্যালগুলো স্ব স্ব স্টলে বিভিন্ন শ্রেণির গণিত বিষয়ক পাঠ সহজ ও আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য ব্যবহৃত এ উপকরণ প্রদর্শনী ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন।

মেলায় সকল বিদ্যালয়ের শিশুদের মাঝে অংক দৌঁড়, গণিত বিষয়ক কুইজ, বিভিন্ন গণিত শিখন পাজল, গণিত বিষয়ক পাঠ্যপুস্তকের ওপর শিক্ষকদের সেরা গণিত শিক্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ১৬টি ক্যাটাগরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হয়।

এছাড়াও উপকরণ ব্যবহার করে গণিত বিষয়ের আদর্শ পাঠ উপস্থাপন ও গাণিতিক প্যাটার্ণ আঁকাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবের আবহ সৃষ্টি করেছে।

ক্ষুদে গণিতবিদ উৎসব সম্পর্কে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে আনন্দ পাঠ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমি বিশ্বাস করি- বিদ্যালয়ের সাথে অভিভাবকদেরকে সম্পৃক্ত করা গেলে এবং আমাদের বিদ্যালয়গুলো সক্ষমতা প্রচার করতে পারলে সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে বিশ্ব নাগরিক গড়ে তোলার বাতিঘর।’

মেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাকিরুল হাসান, চৌমুহনী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, ধর্মঘর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাবা বহুমুখি ফার্ম এর স্বত্বাধিকারী সফিউল বর খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল, ইসলামি ব্যাংক পিএলসি ধর্মঘর এজেন্ট শাখা স্বত্বাধিকারী মোঃ নজমুল হাসান, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান, তাউছ মিয়া, বিশ্বজিত ভট্টাচার্য্য, এখলাস উর রহমান, আশ্রাফুল হক, জসিম উদ্দিন, হাসান সালেহীন সজিব, মহিবুল হাসান, অর্জুন কুমার নাগ, মাহমুদুল হাসান রনি, মোস্তাফিজুর রহমান সজিব প্রমুখ।