ঢাকা রবিবার ২৬ জানুয়ারি, ২০২৫

ঢাকা রবিবার ২৬ জানুয়ারি, ২০২৫

মাধবপুর মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ

Somoy Sylhet Tv

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাধবপুর মডেল প্রেসক্লাবের আগামী ২ বছরের মেয়াদের জন্যে নতুন কমিঠি গঠন করা হয়েছে।মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে ক্লাবটির মাধবপুর অফিসে ওই কমিটি গঠিত হয়।

মাধবপুর মডেল প্রেসক্লাবে নতুন কমিটিতে সভাপতি সাংবাদিক আজিজুর রহমান জয়, সিনিয়র সহ সভাপতি মোজাহিদ মসি, সহ সভাপতি রাকিব লস্কর, সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদ সুলতানা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ভূইয়া, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন খাঁন, প্রচার সম্পাদক মোঃ ফরাস উদ্দিন, অর্থ সম্পাদক মাতু মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, ধর্ম সম্পাদক রুহুল আমিন খাঁন, নির্বাহী সদস্য -আছমা আক্তার চৌধুরী, ইমদাদুল ইসলাম, রুবেল মিয়া, জারমান ফয়েজ, জহির মিয়া, আমিনুল ইসলাম পাঠান, জাহাঙ্গীর আলম অনিক, আবেদ আলী, মনিরুল ইসলাম বাকাউল, শাহাদাত হোসেন মামুন, বিশ্বজিৎ পাল ও এখলাছ সিরাজী।

কমিটি গঠনের ওই সভায় সাংবাদিকরা মাধবপুর মডেল প্রেসক্লাবকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দলমত নির্বিশেষে সত্য প্রকাশে এগিয়ে যাওয়ার প্রত্যয় আলোচনা করেন।

বুধবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতেও আগামী দু’বছরের জন্য ২৩ জন সদস্যের এ নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।