ঢাকা মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪
মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই।
প্রতিবছরের ন্যায় এ বছরও শীতের আগমনে অতিথি পাখি ও অন্যান্য বন্য প্রাণী শিকার রোধে ও জীববৈচিত্র্য রক্ষায় লাখাইয়ে বনবিভাগের সচেতনতামূলক প্রচারাভিযান।
হবিগঞ্জ জেলা বনবিভাগের উদ্যোগে জেলা বন কর্মকর্তা( ডি,এফ,ও) ডঃ জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় ও হবিগঞ্জ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেন্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ প্রচার-প্রচারণা ও প্রচারপত্র বিলি করা হয়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনব্যাপী লাখাইর বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও প্রচার পত্র বিলি করা হয়।
এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ এর রেন্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও শীতের মৌসুমে অতিথি পাখি ও অন্যান্য প্রানী শিকার রোধে ও জীববৈচিত্র্য রক্ষায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রচারাভিযান।
সচেতনতামূলক প্রচারাভিযান পরবর্তী অতিথি পাখি ও অন্যান্য প্রানী শিকার রোধে এবং এর বিপণন বন্ধে বনবিভাগের অভিযান চালানো হবে।
আপনার মতামত লিখুন :