ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশ সহ গুরুতর আহত ৮

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

সময় সিলেট টিভি :

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরে আল আমিন হোটেলের মাঝামাঝি স্থানে আজ ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫.২৫ মিনিটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া  পাওয়া গেছে।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে পুলিশের সিলেটগামী পুলিশ পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে পুলিশের ৪ সদস্য গুরুতর আহত হয়। এরমধ্যে একজন পুলিশের সাব ইন্সপেক্টর রয়েছেন। গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে।

এতে সিভিল চারজন কেও গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় পুলিশের পিকআপ বয়ান ও প্রবক্স প্রাইভেট কারটি দুমড়ে মুছে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি দুটি উদ্ধার করে ও ঢাকা সিলেট মহাসড়কে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে।