ঢাকা রবিবার ৬ অক্টোবর, ২০২৪
এটিকে কেন্দ্র করে মাধবপুরে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি সমাবেশ বিনষ্ট কারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও কঠোর নির্দেশনা জারি সহ পলাতক আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা রয়েছে বলে জানানো হয়।
জানা যায় গত মঙ্গলবার ছাতিয়ান ইউনিয়নের রামেশ্বর গ্রামে পূজা মন্ডপে ভাংচুরের ঘটনায় নিবেশ সূত্রধর ৪৪, অঞ্জন সরকার ২১, সুজন সরকার ২২, শ্যামল সরকার ২৭, পরিমল সরকার ৩০, বীরেন্দ্র সরকার ৩২ বিকাশের মল্লিক সহ ১৫ জন আহত হয়ে মাধবপুর ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হন।
মাধবপুর থানার ওসি রকিকুল ইসলাম খাঁন জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হন।
এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে মাধবপুর থানার ওসি মোঃ রকিকুল ইসলাম খাঁন বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে অন্য আসামীদের ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :