ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মাধবপুরে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৪:২৬ পিএম

সময় সিলেট টিভি :

হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজা সহ ১ ব্যক্তিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। ১৭ (সেপ্টেম্বর) সকাল ৮.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে আটক করা হয়।

জানা যায়, এ এস আই মোঃ নুরুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা ডিউটি পালনকালে সীমান্ত থেকে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির  উদ্দেশ্যে নিয়ে আসছে বিষয়টি জানতে পেরে মাধবপুর থানার ওসির দিকনির্দেশনায় ওৎ পেতে থাকা অবস্থায় ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর তেমনিয়া হতে রতনপুর ঢাকা সিলেট মহাসড়কের পাকা রাস্তা থেকে একটি ব্যাগ থেকে দুই পোটলা গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি আব্দুল জলিল (৪২), অপর আসামিরা পুলিশের উপস্থিতি  টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত: বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।