ঢাকা রবিবার ৬ অক্টোবর, ২০২৪

ঢাকা রবিবার ৬ অক্টোবর, ২০২৪

মাধবপুরে পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৭:৫২ পিএম

সময় সিলেট টিভি :

হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর থানা পুলিশের অভিযানে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে এএসআই/(নিঃ) বাপ্পী রুদ্র পাল সঙ্গীয় ফোর্সদের নিয়া অদ্য (৪ অক্টোবর) তারিখ দুপুর ৪ ৩০ ঘটিকার সময় ৭ জোয়ারীকে গ্রেফতার করে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর থানাধীন ৩নং বহরা ইউ/পির গাংগাইল সাকিনস্থ আসামী শাহীন মিয়ার নার্সারীতে নির্মিত টিনসেড ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় জুয়ার সামগ্রী (তাস) সহ নগদ ১৮ হাজার ১৭০ টাকা উদ্ধার পূর্বক উল্লেখিত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : ১। মোঃ সাদ্দাম হোসেন (২৫) পিতা-মোঃ আইয়ূব আলী, সাং-হরিশ্যামা ২। রমেশ দাস (৩৮) পিতা-মৃত নরেশ দাস, সাং-কুটানিয়া দীঘিরপাড় ৩। মোঃ কদম আলী (৩৫) পিতা-মৃত ইয়াকুব আলী ৪। স্বপন দাস (৩৫) পিতা-মৃত সুকুমল দাস ৫। রবীন্দ্র সরকার (৪০) পিতা-মৃত কৃষ্ণ চরন সরকার, সর্ব সাং-কুটানিয়া, ৫নং আন্দিউড়া ইউ/পি, ৬। মোঃ কামরুল ইসলাম (২৫) পিতা-মৃত রফিজ উদ্দিন, সাং-উত্তর গোবিন্দপুর ৭। মোঃ আউশ মিয়া (৩০) পিতা-মৃত হীরা মিয়া, সাং-আলাদাউদপুর ৮। মোঃ কুদ্দুছ মিয়া (২৮) পিতা-মৃত আব্বাছ আলী, সাং-গাংগাইল, সর্ব ৩নং বহরা ইউ/পি, সর্ব থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন “সময় সিলেট টিভিকে”-বলেন, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা অজু করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাধবপুর থানা এলাকায় সর্বপ্রকার অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।