ঢাকা শনিবার ৯ নভেম্বর, ২০২৪
মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাইয়ে সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর অবহিতকরন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকালে ৩ ঘটিকায় উপজেলা প্রশাসন এর আয়োজনে আয়োজিত কর্মশালা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
আলোচনায় অংশ নেয় লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, পজীব কর্মকর্তা ,কে,এম,এ,শাহেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা,আব্দুল মোতালেব, মতস্য কর্মকর্তা আবু ইউসুফ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) প্রতিনিধি উপপরিদর্শক শৈলেশ চন্দ্র দাস,লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ।
কর্মশালায় আলোচকবৃন্দ বলেন সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আধুনিক ও কল্যাণকারী রাষ্ট্র বিনির্মানে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বলিষ্ঠ ভুমিকা পালন করবে।এ পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর সুফল পাবে দেশের সকল পর্যায়ের সাধারণ মানুষ।
এ বিধিমালা সম্পর্কে জনগনকে সম্যক ধারনা সৃষ্টি করতে ব্যপক প্রচার-প্রচারণা চালানোর উপর গুরুত্বারোপ করা হয়। এ পেনশন বিধিমালা বাস্তবায়ন করতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে।
আপনার মতামত লিখুন :