ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জে সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে তালের চারা রোপন।

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৮ পিএম

সময় সিলেট টিভি :

হবিগঞ্জে সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার রিচি ইউনিয়ন এর ছোটবহুলা গ্রামের বিভিন্ন সড়কে তালের চারা রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলার বহুলা গ্রামে দুপুর বেলা তালের চারা রোপন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) আয়েশা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২ নম্বর রিচি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রহিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য ও প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন আহমেদ রিপন, সকলের প্রিয়মুখ গাছ মামা,আলহাজ্ব মোঃ আরজু মিয়া ও এলাকার লোকজন।

তালের চারা রোপন এর উদ্বোধন কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন গাছ পরিবেশ রক্ষায় অন্যতম নিয়ামক।তালগাছ বজ্রপাতের মতো প্রাকৃতিক দূর্যোগে ঢাল হয়ে দাঁড়িয়ে রক্ষা করে অগনিত প্রান।

প্রকৃতির ঋন কিছুটা হলেও পরিশোধ করতে আসুন সকলে মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
তালের চারা রোপন অভিযান কালে স্থানীয়দের মাঝে ১৫০ টি তাল বীজ বিতরণ করা হয়।