ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বুধবার ১৮ সেপ্টেম্বর, ২০২৪

লাখাইয়ে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৪:৪৯ পিএম

সময় সিলেট টিভি :

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে আশ্বিনের ঝড় তুফানে অর্ধশত ঘরবাড়ী ও গাছপালা ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে।

সুত্রে জানা যায় লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে হঠাৎ প্রবল ঝড়বৃষ্টিতে ধর্মপুর গ্রামে প্রায় অর্ধশত ঘরবাড়ী লন্ডভন্ড ও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে বলে জানা যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

এ ঘটনায় বাড়ীর লোকজন খোলা আকাশের নীচে রাত কাটিয়েছে বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা যায় ক্ষতিগ্রস্তদের অধিকাংশ পরিবার হিন্দু সম্প্রদায়ের লোক। হিন্দু পরিবারের লোকজন এ প্রতিনিধি কে জানান সামনে আমাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা কিন্তু এই ঝড়ে তান্ডবে ঘরবাড়ী ও গাছপালা লন্ডভন্ড করে দিয়েছে আমাদের পূজার আনন্দ।

এ অবস্থায় কি করে যে পুঁজা পালন করব ভেবে পাইতেছি না। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবী জানান।